সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পরিকল্পিত ফলচাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রবিবার সকালে ৩দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষমেলা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে র্যালী, উদ্বোধনী আলোচনা সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ, ফলদ বৃক্ষচারা রোপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজ, উপজেলা ফরেস্ট কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও মাছপাড়ার আদর্শ কৃষক আনছার আলী মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আকতার। উপস্থাপনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপনের গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, পাংশা মডেল থানার এসআই আমিরুল ইসলাম, মৌরাট ইউপির চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করিম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। মেলায় ১০টি স্টল স্থাপন করা হয়েছে।
জানা যায়, গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
Leave a Reply