শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের আয়োজনে পোশাক তৈরী বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল ১লা সেপ্টেম্বর সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ১৮দিনের এই পোশাক তৈরী বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, অন্যান্যের মধ্যে ইউডিএফ নূর ইসলাম, প্রশিক্ষক আব্দুল আওয়াল লিটন ও শারমীন রুপাসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। আগামী ১৮ই সেপ্টেম্বর প্রশিক্ষণ সমাপ্ত হবে। মোট ২০জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
Leave a Reply