শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন
॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশের গতকাল ৮ই সেপ্টেম্বর অভিযানে ১৯ কেজি ওজনের ৪টি গাঁজার গাছসহ ৩জন গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বাসুখালী গ্রামের মৃত ভগিরথ বিশ্বাসের ছেলে সমরেশ কুমার বিশ্বাস(৩২) ও তাপস কুমার বিশ্বাস(৩০) এবং একই গ্রামের মৃত ক্ষিরোদ চন্দ্র বিশ্বাসের ছেলে মুকুন্দ বিশ্বাস(৫২)।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৮ই সেপ্টেম্বর ভোর রাতে থানার এসআই অংকুর ভট্টাচার্য্য এবং এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪টি গাঁজার গাছসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে আপন দুই ভাই সমরেশ ও তাপসকে নিজ বাড়ীর আঙিনায় রোপনকৃত ১১ ফুট উচ্চতার ৮ কেজি ২শ’ গ্রাম ওজনের ২টি গাঁজার গাছসহ এবং মুকুন্দ বিশ্বাসকে তার বাড়ীর আঙিনায় রোপনকৃত ১০ ফুট উচ্চতার ১০ কেজি ৮শ’ গ্রাম ওজনের ২টি গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply