বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
								
                            
                       ॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২১শে সেপ্টেম্বর বিকালে বালিয়াকান্দি প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় সংগঠনের সহ-সভাপতি অনিল কুমার বিশ্বাস ও ডাঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্নু, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ধর্মীয় সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের সদস্য লেখক, কবি, শিল্পী, সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন। সভায় জাঁকজমকপূর্ণভাবে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply