মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ১৯ কেজি ওজনের ১টি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
গত ২৮শে জুন দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়ার ৬নং ফেরী ঘাট এলাকায় গুরুপদ হালদার নামে এক জেলের জালে বিশালাকৃতির মাছটি ধরা পড়ে। গতকাল ২৯শে জুন সকালে দৌলতদিয়া মাছ বাজারের নাটাই মোল্লার মাছের আড়ৎ থেকে অকশনে (নিলামে) ১২শত টাকা কেজি দরে ২২ হাজার ৮শত টাকায় মাছটি কিনে নেয় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
জেলে গুরুপদ হালদার বলেন, গত রবিবার রাতে পদ্মা নদীতে মাছ ধরার সময় দৌলতদিয়ার ৬ নং ফেরী ঘাট এলাকায় জাল ফেললে জালে জোরে ঝাঁকুনি লাগে। এতে বুঝতে পারি জালে বড় ধরণের কোন মাছ ধরা পড়েছে। এতো বড় মাছটি পাওয়ায় আমি খুব খুশি হয়েছি।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, আমি মাছটি ১২শত টাকা কেজি দরে কিনেছি। মোবাইল ফোনে যোগাযোগ করে কিছুটা বেশী দামে ঢাকার কোন বড়লোকের কাছে মাছটি বিক্রির চেষ্টা করছি।
Leave a Reply