মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
॥সোহেল মিয়া॥ রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল ১৮ই জুলাই এ তথ্য জানিয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম বলেন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ঢাকার ইউনাইটেড হাসপাতালে নমুনা জমা দেয়ার পর রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন।
এ বিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বর্তমানে তার শরীরে হালকা জ্বর রয়েছে। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী চিকিৎসা চলছে। করোনামুক্ত হতে সবার কাছে দোয়া কামনা করছি।
Leave a Reply