মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
॥আতিয়ার আতিক॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে অক্টোবর দুপুরে উপজেলা পরিষদের হলরুমে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পঞ্চম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২০ এর বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতার অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি) এস.এম আবু দারদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, একাডেমিক সুপারভাইজার মিয়াদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের জুনিয়র গ্রুপ থেকে রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মৌমিতা বিশ্বাস তিথি ও কলেজ পর্যায়ের সিনিয়র গ্রুপ থেকে বালিয়ান্দি সরকারী কলেজের ছাত্রী শারমিন আক্তার লিলি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। পরে অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
Leave a Reply