শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন
॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ গত ৩০শে জানুয়ারী অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ ওয়াজেদ আলী মাস্টার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে পাংশা পৌরসভার ৯টি ভোট কেন্দ্রেই আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ওয়াজেদ আলী মাস্টার জয়লাভ করেন।
নৌকা প্রতীক নিয়ে পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ ওয়াজেদ আলী মাস্টার পেয়েছেন ১১হাজার ১৬১ ভোট। তার নিকটতম স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক ফরহাদ জগ প্রতীকে পেয়েছেন ৪হাজার ২৪৩ ভোট। এছাড়া বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রইচ উদ্দিন খান ধানের শীষ প্রতীকে ১হাজার ৮৫৬ ভোট পেয়েছেন।
এছাড়া সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে লাইলী বেগম, ২নং ওয়ার্ডে জেসমিন আক্তার ও ৩নং ওয়ার্ডে শেফালী বেগম নির্বাচিত হয়েছেন।
সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোঃ ছোরাফ আলী মন্ডল, ২নং ওয়ার্ডে আব্দুল মোতালেব মোল্লা, ৩নং ওয়ার্ডে মোঃ নাসির উদ্দিন খান, ৪নং ওয়ার্ডে গোবিন্দ চন্দ্র কুন্ডু, ৫নং ওয়ার্ডে মোঃ তাজুল ইসলাম, ৬নং ওয়ার্ডে বাদশা মন্ডল, ৭নং ওয়ার্ডে খোন্দকার মাহবুব হোসেন রিপন, ৮নং ওয়ার্ডে মোঃ ওদুদ সরদার ও ৯নং ওয়ার্ডে চাঁদ আলী সরদার নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমর্থিত লোকজন।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান পাংশা পৌরসভার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচন চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Leave a Reply