মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামে পানির তোড়ে সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় একটি সেতু বিলীনের ঝুঁকিতে পড়েছে। সেতুটি দিয়ে যানবাহন পারাপার বন্ধ হয়ে যাওয়ায় হাজারও মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, বর্ষার মাঝামাঝি সময়ে পানি বাড়ার সাথে সাথে সেতুিটর দুই পাশের সংযোগ সড়কের মাটি ধসে পড়ে। এর পাশাপাশি সেতুটিও হেলে পড়ে। বন্ধ হয়ে যায় সেতুটির উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল। সাঙ্গুরা নিম্নাঞ্চল ও কৃষি প্রধান এলাকা হওয়ায় হাজারও কৃষকের ঘরে ফসল তোলার একমাত্র পথ এটি। কিন্তুটির সেতুটির এমন হাল হওয়ায় কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় জহুরুল হক বলেন, ‘বর্ষায় টানা বৃষ্টিতে এলাকার নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে। অতিরিক্ত পানি হওয়ায় সেতুর সংযোগ সড়কটি ভেঙ্গে যায়। পরিস্থিতি এমন থাকলে সেতুটিও বিলীন হয়ে যাবে। আমাদের এলাকার সকল ফসল আনা নেওয়ার একমাত্র পথ এটিই। আমরা চাই দ্রুত যেন সেতুটির সংস্কার কাজ করা হয়।’
স্থানীয় ইউপি সদস্য টুটুল মোল্লা বলেন, ‘বর্তমানে রাস্তা ও সেতুটির অবস্থা একদম খারাপ। কিছু দিন পরই মাঠ থেকে ধান উঠবে। তখন কৃষকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে।’
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘ব্রিজটি আগে থেকেই কিছুটা হেলে ছিল। তবে এবারের বর্ষার পানির তোড়ে সংযোগ সড়ক ধসে ব্রিজটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ওই স্থানে নতুন ব্রিজ তৈরীর জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।’
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, ব্রিজের বিষয়টি জানতে পেরেছি। দ্রুতই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply