শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এবং ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদের উপস্থিতিতে গত ২৫শে জানুয়ারী রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার অবৈধ ৮টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট এ সময় ৮টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২১ লক্ষ টাকা জরিমানা আদায় এবং একই সাথে ৭টি অবৈধ ইটভাটার অংশ বিশেষ এক্সেভেটর দিয়ে ভেঙ্গে ফেলে এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভিয়ে দেয়।
পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করে। এ সময় র্যাব-৮ ফরিদপুরের একটি দল, রাজবাড়ী জেলা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ মোবাইল কোর্টকে সহযোগিতা করে।
জানা গেছে, মোবাইল কোর্ট গতকাল ২৫শে জানুয়ারী রাজবাড়ী সদর উপজেলার ধুলদী জয়পুরে অবস্থিত দেওয়ান সেকেন্দার আলীর মেসার্স ডি এস বি ব্রিকস্ নামক ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটার কিলন এক্সেভেটর দিয়ে ভেঙ্গে এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভিয়ে দেওয়াসহ ভাটা মালিককে জরিমানা ৫ লক্ষ টাকা জরিমানা করে।
একইভাবে সুলতানপুরে অবিস্থত হেদায়েত কবিরের মেসার্স জে এস আর ব্রিকস্ নামক অবৈধ ইটভাটার কিলন এক্সেভেটর দিয়ে ভেঙ্গে এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয় এবং ভাটার মালিককে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ চর পাঁচুরিয়ায় অবস্থিত ফজলে রাব্বি’র মেসার্স এ কে এফ ব্রিকস্ নামক ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটার চিমনি ও কিলন এক্সেভেটর দিয়ে ভেঙ্গে ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানোসহ মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা, উজানচরে খন্দকার আব্দুস সোবহানের মেসার্স এ এন এ ব্রিকস্’কে জরিমানা ৩ লক্ষ টাকা জরিমানা, রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুরে আনিছুর রহমানের মেসার্স আর এন্ড বি ব্রিকস্ নামক অবৈধ জিগজ্যাগ ইটভাটার কিলন এক্সেভেটর দিয়ে ভেঙ্গে ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানোসহ মালিককে ৩লক্ষ টাকা জরিমানা, খানখানাপুরে মেসার্স সাজি ব্রিকস্ নামক অবৈধ ইটভাটার মালিক শরিফ উদ্দিন শেখকে ২লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, চর খানখানাপুরে বালিয়ারচরে মোঃ ফারুক শেখের মেসার্স এস টি বি ব্রিকস্ নামক অবৈধ ইটভাটার কিলনের আংশিক এক্সেভেটর দিয়ে ভেঙ্গে দেওয়াসহ ১লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মোবাইল কোর্ট সুলতানপুর ইউপির শাইলকাঠিতে জিয়াউর রহমানের কে আর ডি ব্রিকস্ নামক ইটভাটা মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক কার্যক্রম বন্ধ করাসহ ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করে।
Leave a Reply