শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের শ্রীপুরে গতকাল ৩০শে এপ্রিল বিকেলে পৌর বিএনপির ৪, ৫ ও ৬নং ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডেই নতুন কমিটি গঠন করলো পৌর বিএনপি। এর আগে নুরপুরে ১,২ ও ৩ এবং ভবানীপুরে ৭, ৮ ও ৯নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়
এতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডঃ লিয়াকত আলী বাবু, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার নুরুল নেওয়াজ, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোর্শেদুল আলম মিলন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাম কাশেম, মোঃ আশরাফুল আলম, মশিউর রহমান বকুল, মাসুদুর রহমান লাল, এম.এ খালেদ পাভেল, মোঃ তানভীর হোসেন মিয়া, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, যুগ্ম-সম্পাদক আব্দুল মালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী এসএম জান্নাতুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, আব্দুর রব, সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, যুগ্ম-আহ্বায়ক মহব্বত হোসেন খোকন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক খাইরুল জামান খাইরু, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম-আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ ও রাসেল শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনে মোঃ আশরাফুল আলম সভাপতি ও মোঃ ওহিদুজ্জামান খান শাহীনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ৪নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ৫নং ওয়ার্ড কমিটিতে নিয়ামুল হক লাবু সভাপতি ও মোঃ কবীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অপরদিকে মোঃ দেলোয়ার হোসেন সভাপতি ও মঞ্জুরুল চৌধুরী রবিন সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ৬নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। প্রত্যেক ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পুর্ণাঙ্গ কমিটির কপি তুলে দেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মাহবুব চৌধুরী দুলাল ও সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব জহির রাজ।
সম্মেলনে পৌর বিএনপির ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply