শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
॥মইনুল হক মৃধা॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় গ্রামীণ সড়কে গতকাল ২৭শে আগস্ট দুপুরে ভ্যান উল্টে খাদে পড়ে মসলা বিক্রেতা কুদরত আলী শেখ(৪৬) নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কুদরত উপজেলার উজানচর ইউনিয়নের মুন্সীপাড়া এলাকার মৃত মিজাই শেখের ছেলে। কুদরত আলী একজন মসলা বিক্রেতা। তিনি নিজ ভ্যানে করে বিভিন্ন এলাকার হাট-বাজার ঘুরে ঘুরে খাবার মসলা বিক্রি করতো। গতকাল ২৭শে আগস্ট দুপুর ১২টার দিকে নিজ বাড়ী থেকে বিভিন্ন মসলা বোঝাই করে নিজেই ভ্যান চালিয়ে কুটি পাঁচুরিয়া হাটে যাচ্ছিলেন। গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় গ্রামীণ সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে হঠাৎ উল্টে রাস্তার পাশে গভীর খাদে ভ্যানসহ পড়ে যান তিনি। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে খাদে পড়ে থাকা মালবোঝাই ভ্যানের নিচ থেকে মারাত্মক আহত অবস্থায় কুদরতকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই কুদরত শেখের মৃত্যু হয়েছে।
Leave a Reply