বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন
॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৬জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
গতকাল ৪ঠা আগস্ট দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, উপজেলার নারুয়ার রানা হোসেন পিয়াস(১৬), বহরপুর আচার্যপুরের নাজমা খাতুন(৩২), বেতেঙ্গার শিরিন আক্তার(২৫), ভীমনগরের আনজু মিয়া(৩৪), দুনাইখালীর রাবেয়া বেগম (৩৫)সহ ৬জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী মশারী টানিয়ে হাসপাতালের বেডে শুয়ে রয়েছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ফারুক হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮জন রোগী ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ২জন চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাড়ী ফিরে গেছেন। অন্য ৬জনের চিকিৎসা চলছে। আক্রান্ত রোগীদের মধ্যে ৩জন বালিয়াকান্দির নিজ এলাকা থেকে এবং বাকী ৫জন ঢাকা থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
তিনি আরো বলেন, আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলাবাসীকে নিজ বাড়ীর আশেপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার রাখাসহ সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি।
Leave a Reply