শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আহসান উল্লাহ গতকাল ২৮শে জুলাই জনবহুল এলাকায় ছেলেধরা গুজব বিরোধী জনসচেতনতামূলক পথসভা করেছেন।
জানা যায়, গতকাল রবিবার দুপুর ১২টার দিকে পাংশার দরগাতলা বাজার ও দুপুর দেড়টার দিকে পাংশা শহরের তিন রাস্তা মোড় বাজারে পথসভা করেন তিনি।
পথসভায় ওসি মোঃ আহসান উল্লাহ হ্যান্ডমাইকে বলেন, ছেলেধরা বিষয়টি একটি গুজব। এ ধরণের গুজবে আপনারা কান দিবেন না। গজব ছড়ানোর সাথে জড়িতদের আইনী আওতায় আনা হবে। গুজব ও গণপিটুনীর মত রাষ্ট্রবিরোধী কাজকে প্রতিহত করা হবে। পাংশার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে উপস্থিত সকলের কাছে নিজের মোবাইল নম্বর প্রদানসহ গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না সতর্কীকরণ প্রচার বিজ্ঞপ্তির লিফলেট বিতরণ করেন তিনি।
পাংশা শহরের তিন রাস্তা মোড়ে অনুষ্ঠিত পথসভায় রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান মজনু ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply