রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ ৫৩তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে- আজ ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং রাজবাড়ী পুলিশ লাইন্সে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা; সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে, লোকোশেড বধ্যভূমিতে, লক্ষ্মীকোলে বীর মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক ও সাদিকের কবরস্থান ও নিউ কলোনীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশি’র কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ।
সকাল পৌনে ৯টায় রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে; সাড়ে ১১টায় অফিসার্স ক্লাব চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাড়ে ১২টায় সাধনা সিনেমা হলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, বাদ জুম্মা ও সুবিধামত সময়ে সকল মসজিদে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা; বিকাল ৩টায় অফিসার্স ক্লাব ও মহিলা ক্লাব প্রাঙ্গণে মহিলাদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা, একই সময়ে রাজবাড়ী বিসিক চাঁদমারীতে শ্যুটিং প্রতিযোগিতা, সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে সরকারী কর্মকর্তা/কর্মচারী বনাম বেসরকারী কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে দাঁড়িয়াবাধা প্রতিযোগিতা এবং জেলা প্রশাসন বনাম রাজবাড়ী পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ বনাম চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী সমিতি, জেলা পুলিশ বনাম সরকারী/বেসরকারী শিক্ষক এবং রাজবাড়ী প্রেসক্লাব বনাম জেলা বার এসোসিয়েশনের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা; সন্ধ্যা পৌনে ৬ টায় থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের মঞ্চে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ এবং বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা, সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, অ্যাক্রোবেটিক প্রদর্শনী এবং বর্ণিল আতশবাজী প্রদর্শনী।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সরকারী/আধা-সরকারী/স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়েছে।
Leave a Reply