সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সংসদের সাধারণ সম্পাদক কাওসার আহম্মেদ রিপনকে মোবাইলে হত্যার হুমকী দেওয়ায় তিনি গতকাল ১লা সেপ্টেম্বর রাজবাজী থানায় একটি জিডি করেছেন।
গত ৩১শে আগস্ট দিবাগত রাত ১টা ১৩ মিনিটে তার মোবাইল ফোনে অপরিচিত এক ব্যক্তি তাকে হত্যার হুমকী দেয়।
কাওসার আহম্মেদ রিপন জানান, ০১৪০৭২১০৩০২ নম্বরের একটি মোবাইল ফোন থেকে অপরিচিত এক ব্যক্তি তাকে ফোন দিয়ে নানা ধরনের অপ্রীতিকর ভাষায় কথাবার্তা বলে এবং একপর্যায়ে হত্যার হুমকী দিয়ে বলে, ‘তুই বাড়ী থেকে বের হলেই তোকে হত্যা করা হবে।’
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, কাওসার আহম্মেদ রিপনকে হত্যার হুমকী দেয়ার অভিযোগে সে থানায় একটি জিডি করেছে। যে মোবাইল নম্বর থেকে তাকে হুমকী দেওয়ার অভিযোগ করা হয়েছে সেটা এখন বন্ধ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
এদিকে, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাধারণ সম্পাদক অনিক রায় গতকাল এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেছেন, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও অধিকার আদায়সহ সকল ছাত্র কল্যাণমূলক সংগ্রামে ছাত্র ইউনিয়ন ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করে আসছে। পূর্বের ন্যায় সকল হুমকী উপেক্ষা করে শিক্ষাঙ্গণে সা¤্রাজ্যবাদ, মৌলবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখবো।
Leave a Reply