শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ র্যাবের পৃথক অভিযানে কুষ্টিয়া সদরের মজমপুর ও ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
র্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা গেছে, তাদের একটি টিম গতকাল ২৯শে জুন দুপুরে কুষ্টিয়া সদরের পূর্ব মজমপুর এলাকা থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ রাতুল মন্ডল(১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সে ওই এলাকার মহিদুল মন্ডলের ছেলে। উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি টিম গতকাল ২৯শে জুন দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আবু বক্কর (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সে একই থানাধীন ইসাইল গ্রামের আকুব আলীর ছেলে। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply