শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা-যমুনা নদীর মোহনায় গতকাল সোমবার দিবাগত মধ্য রাতে ৩৫ কেজি ওজনের একটি বাগাইড় মাছ মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে রশিদ হালদারের জালে ধরা পড়েছে।
গতকাল ১৯শে জুলাই সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরী ঘাট এলাকায় আনলে শাকিল সোহান মৎস আড়ৎ এর মালিক সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত ডাকের মাধ্যমে ১হাজার ১৩০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৫৫০ টাকায় মাছটি কিনে নেন।
পরে মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন স্থানে যোগাযোগ করে নাটোরের এক ব্যবসায়ীর নিকট কাছে মাছটি ১হাজার ৩০০ শত টাকা কেজি দরে মোট ৪৫হাজার ৫০০শত টাকায় বিক্রি করেন।
মাছটির ক্রেতা ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মায় এত বড় বাগাইড় মাছ সাধারণত এখন খুব একটা পাওয়া যায় না। তাই মাছটি কিনে নিয়েই নাটোরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেই।
রশিদ হালদার বলেন, বড় বাগাইড় মাছটি পেয়ে আমি অনেক আনন্দিত। ১দিন পর ঈদ। বাড়ি গিয়ে বউ, বাচ্চাদের নিয়ে ভালো মন্দ খেতে পারব। বাচ্চাদের কিছু নতুন পোশাক কিনতে পারবো।
Leave a Reply