শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
॥আসাদুজ্জামান নূর॥ পদ্মা কূলের কৃষকদের বসতভিটা ও আবাদি জমি রক্ষা, বালু ব্যবসায়ীদের অবৈধভাবে ড্রেজার দ্বারা নদী খনন বন্ধ এবং অবিলম্বে শক্তিশালী বেড়ীবাঁধ নির্মাণের দাবীতে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘কৃষক মুক্তি সংগ্রাম’ নামে একটি সংগঠনের রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ৫ই সেপ্টেম্বর বিকালে এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি ইসহাক সরদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদকস শামসুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে সংগঠনের জাতীয় কমিটির সভাপতি কমরেড জাফর হোসেন, অন্যান্যের মধ্যে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল মমিন, জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সজীব রায়, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির রাজবাড়ী জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মন্টু, জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ওমর, স্বেচ্ছাসেবক সম্পাদক তোফাজ্জল হোসেন ও স্থানীয় কৃষক সামাদ শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান বক্তার বক্তব্যে কমরেড জাফর হোসেন বলেন, যতদিন পর্যন্ত অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও শক্তিশালী বেড়ীবাঁধ নির্মাণসহ কৃষক সমাজের ন্যায়সঙ্গত দাবীগুলো পূরণ হবে না ততদিন এ আন্দোলন চলবে। এটি কৃষকের অস্তিত্ব রক্ষার আন্দোলন।
কৃষক সামাদ শেখ বলেন, এমনিতেই আমাদের নদী ভাঙন এলাকা। এর উপর আবার নদীতে বালু উত্তোলন করা হয় নদীর পাড়ের একদম কাছ থেকে। এতে কৃষকের ঘরবাড়ী ও চাষের জমি ভেঙ্গে যাচ্ছে।
অন্যান্য বক্তাগণ বলেন, কৃষকরাই এদেশে সবচেয়ে বেশী নির্যাতিত। দিনে দিনে তারা আরো নিঃস্ব হয়ে যাচ্ছে। নদী ভাঙ্গনের ফলে কৃষকরা তাদের বসতবাড়ী-আবাদী জমি হারিয়ে শ্রমিক হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। সর্বনাশা পদ্মা সবগ্রাস করে নিচ্ছে।
Leave a Reply