মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল ২৭শে ফেব্রুয়ারী দুপুরে দাদশী ইউনিয়ন পরিষদ, জেলা বিএনপি কার্যালয় ও রাজবাড়ী শহরের রেলওয়ে ঈদগাহ ময়দানে ৩দফা জানাযার নামাজ শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় ভবাণীপুর ২নং পৌর কবরস্থানে দাফন করা হয়।
রেলওয়ে ঈদগাহ ময়দানের শেষ জানাযার নামাজের পূর্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জাতীয় পতাকায় আবৃত মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এছাড়াও মরহুমের স্মৃতিচারণ করে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডঃ আসাদুজ্জামান লাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব (অব্যাহতিপ্রাপ্ত) এবিএম মঞ্জুরুল আলম দুলাল, যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বিএনপির নেতা গাজী আহসান হাবীব এবং প্রয়াত রোকন উদ্দিন চৌধুরীর নাতি(মেয়ের ছেলে) ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাযার নামাজগুলোতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, রোকন উদ্দিন চৌধুরী গত ২৬শে ফেব্রুয়ারী বেলা ৩টার দিকে দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
Leave a Reply