শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন
॥শামীম হোসেন॥ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার ফুলতলা এলাকায় গতকাল ৩০শে এপ্রিল দুপুরে ট্রাকের সাথে সংঘর্ষে চালকসহ সিএনজি ৫জন আরোহী আহত হয়েছে।
আহতরা হলো-সিএনজির চালক উজ্জ্বল(৩৫), যাত্রী মোঃ সাগর(৪৫) ও তার স্ত্রী তাহমিনা ইসলাম সিমু(৩৯) এবং তাদের ২সন্তান রাজ(১৮) ও সিন্থিয়া উজরা(১৭)। তাদের মধ্যে সিএনজি চালক উজ্জ্বল পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের বাসিন্দা। অন্যদের বাড়ী কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর আলফা মোড় এলাকায়।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সিএনজিটি ফুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যায়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসাক ডাঃ নাদিয়া নওশীন জানান, আহতদের মধ্যে ৩জনের(সাগর, সিন্থিয়া ও উজ্জ্বল) অবস্থায় আশংকাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Leave a Reply