শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে ‘বিনা খরচে নিন আইনি সহায়তা-শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে গত ২৮শে এপ্রিল সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে প্রথমে রাজবাড়ী জজ কোর্ট চত্ত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সেখান থেকে জেলা ও দায়রা জজ রুহুল আমীনের নেতৃত্বে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী পৌরসভায় গিয়ে সমাপ্ত হয়। এরপর পৌরসভার অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ রুহুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কায়ছুন্নাহার সুরমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ এটিএম মোস্তফা মিঠু, জজ কোর্টের জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন, পিপি এডঃ মোঃ উজির আলী শেখ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী সৈয়দ মনোয়ারুল হক, লিগ্যাল এইড থেকে বিনা খরচে আইনী সহায়তা প্রাপ্ত নারী কাকলী আক্তার চম্পা প্রমুখ বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জা। সভা সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মোঃ মিলন আলী। সভায় জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় লিগ্যাল এইডের মাধ্যমে আইনী সহায়তা প্রাপ্তির উপর নির্মিত নাটক প্রদর্শন করা হয়।
সভায় জানানো হয় গত বছর ২০২১ জেলায় লিগ্যাল এইডের সহায়তায় পরিচালিত ২০৮টি মামলা নিষ্পত্তি এবং ৭১ লক্ষ ৯৩ হাজার ৫শত টাকা আদায় করে বিচার প্রার্থীদের দেয়া হয়। এছাড়া বর্তমানে জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী হিসেবে ৬৫ জন আইনজীবী কাজ করছেন।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) শাহনেওয়াজ রাজু, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিআইও-১ মোঃ সাইদুর রহমান, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডঃ বিজন কুমার বোস, জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারক-আইনজীবীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply