বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
সাপ্তাহিক সাহসী সময়ের ২৬তম বর্ষে পদার্পনে সকলকে প্রাণঢালা শুভেচ্ছা বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন ৫৩তম মহান বিজয় দিবস আজ নিপাহ ভাইরাস প্রতিরোধে খেজুরের কাঁচা রস পান না করার জন্য আহবান স্বাস্থ্য অধিদপ্তরের বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি রাজবাড়ীতে হারানো ৩৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করল পুলিশ রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫ জন হাসপাতালে ভর্তি কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী মাদ্রাসা থেকে দাখিল-আলিম পরীক্ষার কেন্দ্র স্থানান্তরে ১১টি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম অনিশ্চয়তার পথে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলায় ভ্যান উল্টে গভীর গর্তে পড়ে মসলা বিক্রেতা নিহত রাজবাড়ীতে সাহিত্যে বঙ্গবন্ধু শীর্ষক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ডিজিটাল যোগাযোগ ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের উদীয়মান ক্ষেত্র ঃ ভার্মা
রাজবাড়ী শহরের লক্ষ্মীকোলে ১৫দিনব্যাপী বুড়ির মেলা শুরু

রাজবাড়ী শহরের লক্ষ্মীকোলে ১৫দিনব্যাপী বুড়ির মেলা শুরু

॥শেখ রনজু আহাম্মেদ॥ রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল রাজার বাড়ীর মাঠে ঐতিহ্যবাহী বুড়ির মেলা উদ্বোধন করা হয়েছে। স্থানীয় দিশারী যুব সংঘ ১৫দিনব্যাপী ১০১তম ঐতিহ্যবাহী এই মেলার আয়োজন করেছে।

গতকাল ৪ঠা মে বিকালে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম মওলার সভাপতিত্বে এবং স্বপন মাস্টারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ হেদায়েত আলী সোহ্রাব, জেলা বার এসোসিয়েশনের আইনজীবী কাজী আব্দুল বারী কুটিন, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বককার খান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, অন্যান্য অতিথিদের মধ্যে পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ সুজন, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন দেলো, দিশারী যুব সংঘের সভাপতি গোলাম মওলা, সহ-সভাপতি কেরামত আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ সরদার, কোষাধ্যক্ষ রানা পারভেজ মানিক, প্রচার সম্পাদক আমির সোহেল, সদস্য সেলিম ফকিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর অর্ধ শতাধিক স্টল ও র‌্যাফেল ড্রসহ নানা আয়োজন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved  2022 sahasisamoy
Design & Developed BY ThemesBazar.Com
error: Content is protected !!