শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
সাপ্তাহিক সাহসী সময়ের ২৬তম বর্ষে পদার্পনে সকলকে প্রাণঢালা শুভেচ্ছা বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন ৫৩তম মহান বিজয় দিবস আজ নিপাহ ভাইরাস প্রতিরোধে খেজুরের কাঁচা রস পান না করার জন্য আহবান স্বাস্থ্য অধিদপ্তরের বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি রাজবাড়ীতে হারানো ৩৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করল পুলিশ রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫ জন হাসপাতালে ভর্তি কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী মাদ্রাসা থেকে দাখিল-আলিম পরীক্ষার কেন্দ্র স্থানান্তরে ১১টি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম অনিশ্চয়তার পথে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলায় ভ্যান উল্টে গভীর গর্তে পড়ে মসলা বিক্রেতা নিহত রাজবাড়ীতে সাহিত্যে বঙ্গবন্ধু শীর্ষক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ডিজিটাল যোগাযোগ ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের উদীয়মান ক্ষেত্র ঃ ভার্মা
মহান বিজয় দিবসে রাজবাড়ীর কর্মসূচী

মহান বিজয় দিবসে রাজবাড়ীর কর্মসূচী

॥স্টাফ রিপোর্টার॥ আজ মহান বিজয় দিবস। দিবসটি উদযাপনে রাজবাড়ী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

জেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে রয়েছে ঃ ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং রাজবাড়ী পুলিশ লাইনস্ ে৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা; সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে, লোকোশেড বধ্যভূমিতে, লক্ষ্মীকোলে বীর মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক ও সাদিকের কবরস্থান ও নিউ কলোনীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশি’র কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, সকাল পৌনে ৯টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে; সাড়ে ১১টায় জেলা প্রশাসকের বাসভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মধ্যাহ্নভোজ, সাড়ে ১২টায় সাধনা সিনেমা হলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, বাদ জুম্মা ও সুবিধামত সময়ে সকল মসজিদে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা; বিকাল ৩টায় অফিসার্স ক্লাব ও মহিলা ক্লাব প্রাঙ্গণে মহিলাদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা, একই সময়ে রাজবাড়ী বিসিক চাঁদমারীতে শ্যুটিং প্রতিযোগিতা, সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে সরকারী কর্মকর্তা/কর্মচারী বনাম বেসরকারী কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে দাঁড়িয়াবাধা প্রতিযোগিতা এবং জেলা প্রশাসন বনাম রাজবাড়ী পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ বনাম চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী সমিতি, জেলা পুলিশ বনাম সরকারী/বেসরকারী শিক্ষক এবং রাজবাড়ী প্রেসক্লাব বনাম জেলা বার এসোসিয়েশনের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা; বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের মঞ্চে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী, ৮টায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী এবং সাড়ে ৮টায় বর্ণিল আতশবাজী প্রদর্শনী।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved  2022 sahasisamoy
Design & Developed BY ThemesBazar.Com
error: Content is protected !!