বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ আসন্ন ঈদুল আযহায় কোরবানী উপলক্ষে রাজবাড়ী জেলার প্রান্তিক কৃষক থেকে শুরু করে ৩০ থেকে ৩৫মন ওজনের গরু লালন পালন করেছে খামারীরা।
নানা আকর্ষণীয় নামে এসব গরু কেউ ১৫ লাখ, কেউ ২৫ লাখ পর্যন্ত দাম হাঁকাচ্ছেন। তবে ব্যতিক্রমী দেখা গেছে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হিরু মোল্লার ঘাট সংলগ্ন গঙ্গানন্দপুর গ্রামের কৃষক আহাদ আলী মন্ডলকে।
সাড়ে ৫ ফুট উচ্চতা ও ১১ ফুট দৈর্ঘ্য ফিরিজিয়ান জাতের কালে রঙের ৩৫ মণ ওজনের তার বড় আকৃতির গরুটি ১০ লাখ টাকা দাম পেলেই বিক্রি করতে চান তিনি।
আহাদ আলী মন্ডল বলেন, গরুটি তার পালের। অতি আদর যত্নে শুধু মাত্র কাঁচা ঘাস ও দানা খাবার(নানা ধরণের ভুষি) খাওয়ায়ে গরুটিকে লালন পালন করেছেন। গরুটির বয়স ৩বছর। এরই মধ্যে গরুটি বিশাল আকৃতির রূপ নিয়েছে। তবে গরুটি অনেক শান্ত। তাই শখ করে নাম দিয়েছেন রাজা বাবু। হাটে নিয়ে বড় গরু কেনা বেচা অনেক কষ্ট সাধ্য ব্যাপার। তাই বাড়ীতেই রাজাবাবুকে বিক্রি করতে চান তিনি। সেক্ষেত্রে ১০ থেকে ১২ লাখ টাকা দাম পেলেই রাজাবাবুকে বিক্রি করে দিবেন তিনি।
Leave a Reply