বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
॥রফিকুল ইসলাম॥ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৮ই জুন দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূর্বর্ণা রানী সাহার সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ রেজাউল করিম, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, এলজিইডির নির্বাহী মোঃ ইউসুফ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নওয়াজিস রহমান বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল আমিন, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ইয়াসিন মোল্লা ও জেলা তথ্য অফিসার রেখাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জানানো হয়, আসন্ন ঈদুল আযহার প্রধান জামায়াত সকাল পৌনে ৮টায় শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানস্থ ঈদগাহে অনুষ্ঠিত হবে। প্রধান জামায়াতে ইমামতি করবেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ তায়্যেবী। যদি প্রাকৃতিক দূর্যোগের কারণে ঈদগাহে নামাজ আদায় করা সম্ভব না হয় তবে জেলা মডেল মসজিদে নির্ধারিত সময়ে জামায়াত অনুষ্ঠিত হবে।
জেলার প্রধান জামায়াতের পর এলাকা ভিত্তিক ঈদের জামায়াত তাদের কমিটির নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়াও ঈদের কোরবানীর হাট, প্রধান সড়ক ও সরকারী ভবনে আলোকসজ্জা, দ্রুত গতিতে মোটর সাইকেল চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণসহ ঈদ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply