সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে পঞ্চাশোর্ধ একজন পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল ২৯শে জুন দুপুরে রাজবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর জানান, স্থানীয়রা কৃষ্ণপুর গ্রামের একটি পাট ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং বিষয়টি থানা পুলিশকে জানাই। কেউই লাশটিকে চিনতে পারেনি।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, স্থানীয়রা লাশটিকে সনাক্ত করতে পারে নাই। বাইরে থেকে হত্যা করে সেখানে লাশটি ফেলে রাখা হতে পারে। ২/৩দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর ময়না তদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply