শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
॥মনির হোসেন॥ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ২১শে জুলাই সকালে মদাপুর ইউনিয়নের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, ক্ষেত্র সহকারী হাসানুর জামান হিমু, সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিক শোভা রানী বিশ্বাস, মিরাজুল ইসলাম, আব্দুল মোতালেব সরকার, সাইফুল ইসলাম ও বখতিয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য সেক্টরের গুরুত্ব অপরিসীম। মাছ আমাদের পুষ্টির চাহিদা পূরণে বড় ভূমিকা রাখে। প্রাণীজ আমিষের সিংহভাগই আসে মাছ থেকে। তাই মাছের উৎপাদন আরো বাড়ানোর ব্যাপারে সকলকে সচেষ্ট হতে হবে।
আলোচনা সভার আগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় ও সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিপক্ষের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্কের বিষয় ছিল ‘মৎস্য সম্পদই ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে’ এবং পক্ষের সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্কের বিষয় ছিল ‘মৎস্য সমৃদ্ধই ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিতে স্বনির্ভর করবে।’ তাদের মধ্যে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষ দল জয়লাভ করে। এছাড়াও আলোচনা সভার শেষে মৎস্য সম্পদের উপর আলোকচিত্র প্রদর্শন করা হয়।
Leave a Reply