শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী থেকে প্রকাশিত বহুল প্রচারিত পাঠকপ্রিয় দৈনিক মাতৃকণ্ঠ ও সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ পত্রিকার নামে ফেসবুকে ভুয়া আইডি ও পেজ খোলার ঘটনায় রাজবাড়ী থানায় জিডি এন্ট্রি করা হয়েছে। গত ২৭শে জুলাই দৈনিক মাতৃকণ্ঠ ও সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিন এই জিডি করেছেন(রাজবাড়ী থানার সাধারণ ডাইরী নং-১৭৪১, তাং-২৭/০৭/২০১৯ইং)।
জিডিতে দৈনিক মাতৃকণ্ঠ ও সাপ্তাহিক রাজবাড়ী সংবাদের নামে ফেসবুকে ভুয়া আইডি ও পেজ খোলার সাথে জড়িত স্বার্থান্বেষী গোষ্ঠী/চক্রের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ভুয়া ফেসবুক আইডি ও পেজ ৪টি হচ্ছে ঃ ‘দৈনিক মাতৃকণ্ঠ’ (https://www.facebook.com/profile.php?id=100037919625875), ‘রাজবাড়ী সংবাদ’ (https://www.facebook.com/রাজবাড়ী-সংবাদ-970378073031543), ‘রাজবাড়ী সংবাদ’ (https://www.facebook.com/profile.php?id=100013269222209) এবং ‘রাজবাড়ী সংবাদ’(https://www.facebook.com/profile.php?id=100023001128877)
উল্লেখিত ফেসবুক পেজ ও আইডি বন্ধ করাসহ এর সাথে জড়িত স্বার্থান্বেষী গোষ্ঠী/চক্রের বিরুদ্ধে জরুরী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানানো হয়েছে।
এ ব্যাপারে রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, জিডি বিষয় তদন্ত করে ভুয়া ফেসবুক আইডি ও পেজ বন্ধের জন্য কর্তৃপক্ষকে জানানো হবে এবং এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
দৈনিক মাতৃকণ্ঠ ও সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ-এর সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বলেন, থানায় জিডি’র পাশাপাশি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়কসহ সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয়েছে।
Leave a Reply