শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন
॥মোখলেছুর রহমান॥ ৪৮তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার রাজবাড়ী জেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ১৫ই সেপ্টেম্বর বিকালে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ বিশ্বাস, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুবায়রা জহুর প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে অতিথিগণ পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন।
উল্লেখ্য, দুই দিনব্যাপী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছেলেদের ফুটবলে পাংশার জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর আর.এস.কে ইনস্টিটিউশনকে চ্যাম্পিয়ন হয়।
Leave a Reply