শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন
॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৩ই অক্টোবর “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও আগুন নির্বাপণে মহড়া অনুষ্ঠিত হয়।
জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী শুরু হয়ে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মোঃ রয়েল আহম্মেদ পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জনসচেতনতামূলক অগ্নিকান্ড নির্বাপণে মহড়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর আকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মোঃ রয়েল আহম্মেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply