শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল বলতে স্লুইচগেট এলাকায় কাঠ মিস্ত্রী তুহিন শেখ (৩২)কে গলাকেটে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
এ ঘটনায় পুলিশ রুবেল সরদার(২৮) নামে সন্দেহভাজন ১জনকে গ্রেফতার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের গাছিয়াদহ মাধবলক্ষ্মীকোল গ্রামের মৃত আফসার সরদারের ছেলে।
গত ২রা জুলাই রাত সাড়ে ৯টার দিকে কাঠ মিস্ত্রী তুহিন শেখকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পার্শ্ববর্তী লক্ষ্মীকোল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের টিউবওয়েলের পাশে নৃশংসভাবে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত তুহিন শেখের স্ত্রী সুমি বেগম (২৫) বাদী হয়ে পরদিন ৩রা জুলাই অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামী করে রাজবাড়ী থানায় একটি হত্যা মামলা (নং-৪, ধারাঃ ৩০২/৩৪ দঃ বিঃ) দায়ের করে।
পুলিশ অভিযানে চালিয়ে ৪ঠা জুলাই দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে রুবেল সরদারকে গ্রেফতার করে। গতকাল ৫ই জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী থানার এস.আই বোরহান উদ্দিন জানান, গ্রেফতারকৃত রুবেল সরদার অত্যন্ত দুর্দান্ত ও উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক ও মারামারির মামলা রয়েছে। তুহিন শেখ হত্যাকান্ডের পর থেকে সে পলাতক ছিল। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।
Leave a Reply