শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে বিনম্র শ্রদ্ধায় শোক ও ভালোবাসায় পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে থাকে এ দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের(কোভিড-১৯) কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালন করা হয়।
জাতীয় শোক দিবসে জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের একটাই ছিল চাওয়া, ১৫ই আগস্টের নির্মম হত্যাকান্ডের সঙ্গে জড়িত সাজাপ্রাপ্ত পলাতক খুনিদের দ্রুত ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করা হোক।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরাসহ সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
রাজবাড়ী জেলা প্রশাসন ঃ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত ১৫ই আগস্ট সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক দিলসাদ বেগমের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার) এর নেতৃত্বে জেলা পুলিশ, চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের নেতৃত্বে জেলা পরিষদ, মেয়র মহম্মদ আলী চৌধুরীর নেতৃত্বে রাজবাড়ী পৌরসভা, সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলামের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাসের নেতৃত্বে এলজিইডি, নির্বাহী প্রকৌশলী(চঃ দাঃ) কে.কি.এম সাদ্দাম হোসেনের নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগ, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের নেতৃত্বে জেলা মৎস্য বিভাগ, উপ-পরিচালক গোপাল কৃষ্ণ দাসের নেতৃত্বে জেলা কৃষি বিভাগ, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, জেলা আনসার ও ভিডিপি, জেলা কারাগারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
এরপর কালো ব্যাজ ধারণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, অন্যান্যের মধ্যে রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বক্তব্য রাখেন।
এছাড়াও আলোচনায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগদান করে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে বঙ্গবন্ধুর উপর অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, বাদ যোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত (দোয়া ও মিলাদ মাহফিল), সুবিধামতো সময়ে সকল মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, দুপুর ২টায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এতিমখানাগুলো ও সরকারী শিশু পরিবারে উন্নতমানের খাবার বিতরণ এবং সন্ধ্যায় তথ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
Leave a Reply