সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
॥ইউসুফ মিয়া॥ রাজবাড়ী শহরের বড়পুল মোড় সংলগ্ন আমজাদ হোসেন মার্কেটের ২য় তলায় ‘ব্রাদার্স ফার্নিচার লিঃ’-এর শোরুম উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৩ই সেপ্টেম্বর বিকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচার লিঃ-এর পরিচালক মোঃ শরীফুজ্জামান সরকার। এ সময় ব্রাদার্স ফার্নিচার লিঃ এর সহকারী ব্যবস্থাপক(মার্কেটিং এন্ড সেলস্) মোঃ আলিম-উর-রেজা, সেলস্ অফিসার মণি কিশোর মিস্ত্রী, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জাকির হোসেন, ব্রাদার্স ফার্নিচার লিঃ-এর রাজবাড়ী শোরুমের ডিলার মোঃ শাহীন মন্ডল, রাজবাড়ীর খানকা শরীফ বড় মসজিদ মার্কেটের উড ওয়ার্ল্ড ফার্নিচারের প্রোপাইটর মোঃ সোহেল মন্ডল, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ রহিম মোল্লা ও শাহীন মন্ডলের পিতা মোঃ ইসলাম মন্ডলসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
ফিতা কেটে শোরুম উদ্বোধনের পর সংক্ষিপ্ত আলোচনা পর্বের শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন খানকা শরীফ বড় মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহজাহান।
ব্রাদার্স ফার্নিচার লিঃ-এর পরিচালক মোঃ শরীফুজ্জামান সরকার জানান, দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ব্রাদার্স ফার্নিচার লিঃ এর আরো ৩৯টি শোরুম রয়েছে। আজ রাজবাড়ীতে ৪০তম শোরুমের উদ্বোধন করা হলো। শুধু দেশেই নয়, ব্রাদার্স ফার্নিচার লিঃ এর উৎপাদিত পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানীও করা হয়। এই শোরুম থেকে রাজবাড়ীবাসী ন্যায্য মূল্যে মানসম্পন্ন ফার্নিচার কিনতে পারবেন। তিনি সকলকে ব্রাদার্সের ফার্নিচার ব্যবহার করার অনুরোধ জানান।
Leave a Reply