শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ কমরেড সৌমেন দাস ভরত ছিলেন একজন আজন্ম বিপ্লবী ও সমাজতান্ত্রিক আন্দোলনের আপোষহীন যোদ্ধা। প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে সবসময় সামনের কাতারে থাকতেন। নানা প্রলোভনেও কখনো রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি। তার মৃত্যুতে রাজবাড়ীর সমাজতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনের যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
গত ২৫শে সেপ্টেম্বর বিকালে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে রাজবাড়ী শহরের রেলওয়ে আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
জেলা উদীচীর সহ-সভাপতি আজিজুল হাসান খোকার সভাপতিত্বে সভায় জেলা সিপিবি’র সভাপতি আঃ সামাদ মিয়া, সাধারণ সম্পাদক এডঃ কমলাকান্ত চক্রবর্তী বাবন, প্রয়াত সৌমেন দাস ভরতের ছেলে সৌরভ দাস, জেলা উদীচীর সহ-সভাপতি শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গোয়ালন্দের কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আবু মুসা বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী ফকীর শাহাদত হোসেন, সদর উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু, জেলা উদীচীর প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রসেনজিৎ কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ প্রয়াত সৌমেন দাস ভরতের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন।
উল্লেখ্য, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি সৌমেন দাস ভরত(৬২) গত ১৪ই সেপ্টেম্বর রাত ৮টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার কামনা বিল্ডিং সংলগ্ন নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
তিনি জেলা সিপিবি ও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২বছর আগে তিনি গোয়ালন্দের কামরুল ইসলাম ডিগ্রী কলেজ থেকে (সহযোগী অধ্যাপক) অবসরগ্রহণ করেন।
Leave a Reply