শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত এডঃ এম.এ খালেকের রূহের মাগফেরাত কামনায় গত ৩রা অক্টোবর দুপুরে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডঃ কামরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডঃ আসলাম মিয়া, এডঃ কাজী আব্দুল বারী কুটিন, সাবেক সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান, চাঁদ আলী খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার পিন্টু, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আঃ মান্নান শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডঃ আসলাম মিয়ার উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Leave a Reply