রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন
॥মাহফুজুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন গত ১৭ই অক্টোবর বিকালে ভান্ডারিয়া বাজারে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু’র সভাপতিত্বে সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম মিলন, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাতেম আলী খান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মোল্লা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রুহুল আমিন, পাঁচুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর, সাধারণ সম্পাদক রিয়াদ রায়হান ইফতি, পাঁচুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সুমন মোল্লা জুয়েল, ফুয়াদ বিন সালাম স্বপ্নীলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে পাঁচুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পদ প্রত্যাশীদের আগামী ৩দিনের মধ্যে সদর উপজেলা ছাত্রলীগের কাছে নাম ও বায়োডাটা জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।
Leave a Reply