রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জাতীয় জাদুঘর ও প্রত্নতত্ত্ব জাদুঘরসমূহে অনলাইনে দশনার্থী টিকেটসহ তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে গতকাল ১৮ই অক্টোবর সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, আসাদুজ্জামান নূর, আলহাজ্ব কাজী কেরামত আলী, মমতাজ বেগম এবং অসীম কুমার উকিল সভায় অংশগ্রহণ করেন।
সভায় জাতীয় জাদুঘরের সামাজিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ এবং জাদুঘরটিকে আধুনিকায়ন ও আন্তর্জাতিকমানে উন্নীতকরণে কি কি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সে সম্পর্কে ধারণা প্রদান সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গবন্ধুকে নিয়ে রচিত প্রবন্ধ, গল্প এবং কবিতার পাশাপাশি ৬৪টি জেলায় যে ৬৪টি নাটক মঞ্চস্থ করা হচ্ছে তা সঠিকভাবে যাচাই করে মানসম্মত উপায়ে প্রচার করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে বলে জানানো হয়। এজন্য মূল্যায়ন কমিটির মাধ্যমে মূল্যায়িত হয়ে ৩৩টি নাটকের পান্ডুলিপি নির্ধারিত হয়েছে।
মন্ত্রণালয়ের অধীন যে ১৭টি সংস্থা রয়েছে তার প্রতিটিই জনসম্পৃক্ত বিধায় বর্তমান কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে কতজন দর্শনার্থী প্রবেশ করতে পারবে সে বিষয়টি স্ব-স্ব দপ্তর থেকে ব্যানার বা পোস্টারের মাধ্যমে অবহিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সভাকে জানানো হয়।
সভায় উদ্ভুত করোনা পরিস্থিতিতে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরাধীন জাতীয় আরকাইভস ও জাতীয় গ্রন্থাগারে সিফটিং পদ্ধতি চালু করে স্বাস্থ্যবিধি মেনে পাঠক ও গবেষকদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীকে জাদুঘর সম্পর্কে ধারণা প্রদানসহ ইতিহাস মনস্ক আগামী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে জাদুঘরের নিজস্ব বাসে গ্যালারি প্রদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমান প্রদর্শনী ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুপারিশ করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালকগণ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
Leave a Reply