মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গতকাল রবিবার রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে গতকাল ৬ই ডিসেম্বর বিকালে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি রাজবাড়ী পৌর নিউ মার্কেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এস.এম মনিরুল ইসলাম মঈন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিহাব আহমেদ, যুবলীগ নেতা দেবব্রত দে বাদল, মিজানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদুর রহমান ফরিদ, সাবেক ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান সেলিম, সেলিম মোল্লা, ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলামিন মোস্তফা, সদর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আহম্মেদ, সাবেক যুগ্ম-আহবায়ক সাকিল আহমেদ সবুজ, গৌতম, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ পরাগ, আনিসুর রহমান মৃধা আনিসসহ সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
Leave a Reply