শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস মোকাবেলায় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের কাছে কিছু সুরক্ষা উপকরণ হস্তান্তর করেছে জেলায় কর্মরত ৫টি এনজিও।
গত ১০ই জুন রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনজিওদের পক্ষ থেকে জেলা প্রশাসক দিলসাদ বেগমের কাছে সুরক্ষা উপকরণ সার্জিক্যাল মাস্ক, কাপড়ের তৈরী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান হস্তান্তর করা হয়। আর এতে আর্থিক সহযোগিতা করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, রাসের নির্বাহী পরিচালক ও এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু, আবুল কাশেম, কামরুজ্জামান খান, মোস্তফা মুয়িন ও তাহমিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সুরক্ষা উপকরণ গ্রহণকালে জেলা প্রশাসক দিলশাদ বেগম বলেন, দেশের ন্যায় রাজবাড়ী জেলাতেও করোনা মোকাবেলার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সরকারী নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য জেলা প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এই দুর্যোগ মোকবেলায় সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন। রাজবাড়ীতে কর্মরত যে ৫টি এনজিও করোনা মোকাবেলার উপকরণাদি দিয়েছে সেগুলো দিয়ে দুর্যোগ মোকাবেলার কিছুটা হলেও সহায়ক হবে। এজন্য তিনি এনজিওদেরকে ধন্যবাদ জানান।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম বলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সহযোগিতায় এনজিও গুলো করোনাকালীন সময়ে এ জেলায় উপকরণাদি বিতরণের যে উদ্যোগ গ্রহন করেছে সেটা প্রশংসনীয়।
Leave a Reply