শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
॥শেখ রনজু আহাম্মেদ॥ রাজবাড়ীতে পিকেএসএফ-এর আয়োজন শিক্ষাবৃত্তি কার্যক্রম-২০১৯ এর শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষে গত ৪ঠা সেপ্টেম্বর সকালে এনজিও কেকেএস-এর সম্মেলন কক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারে সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এমদাদুল হক বিশ^াস, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক খান উপস্থিত ছিলেন। এ সময় রাজবাড়ী রেড ক্রিসেন্ট সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন, কেকেএস কার্যনিবাহী পরিষদ সভাপতি মুকুল কুমার সরকার, সমন্বয়কারী খানখানাপুর মোঃ সামসুল হক, সমন্বয়কারী দৌলতদিয়া মোঃ মঞ্জুরুল ইসলাম এবং কেকেএস-এর নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন উপস্থিত ছিলেন।
সভায় পিকেএসএফ-এর শিক্ষাবৃত্তি কার্যক্রম ২০১৯-এর আওতায় কর্মজীবী কল্যাণ সংস্থা(কেকেএস) কর্তৃক উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ ও ২য় বর্ষে অধ্যয়নরত শিক্ষাথীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান এর আওতায় ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি/সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ সমমান শ্রেণীতে অধ্যায়নরত দৌলতদিয়া ও খানখানাপুর ইউনিয়নের মোট ১৪জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে পিকেএসএফ-এর সহযোগিতায় কর্মজীবী কল্যান সংস্থা(কেকেএস) প্রথম দফায় জনপ্রতি ১২হাজার টাকা করে ১৪জনকে মোট ১লক্ষ ৬৮ হাজার টাকা শিক্ষার্থীদের স্ব-স্ব ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়। বর্তমানে কেকেএস-এর মাধ্যমে ১ম দফায় শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীগণের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক/সমমনা শ্রেণীতে ২য় বর্ষে সফলভাবে উত্তীর্ণ হয়ে অধ্যায়নরত রয়েছে তাদের মধ্যে ১৩জন শিক্ষার্থীকে ২য় দফায় বৃত্তির জন্য নির্বাচন করা হয়। ২য় দফায় নির্বাচিত ১৩জন শিক্ষার্থীকে মোট ১লক্ষ ৫৬হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
Leave a Reply