শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন
॥আন্তর্জাতিক ডেস্ক॥ চীনে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে বিশ্বব্যাপী এ পর্যন্ত কমপক্ষে ৪৫ লাখ ৫০ হাজার ৯৭৪ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশের দেয়া উপাত্তের উপর ভিত্তি করে তৈরি এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
পরিসংখ্যান অনুযায়ী, করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ লাখ ৪৫ হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে।
এদিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ৫ লাখ ৮২ হাজার ৬৭০, তৃতীয় অবস্থানে থাকা ভারতে ৪ লাখ ৪০ হাজার ২২৫ জন, চতুর্থ অবস্থানে থাকা মেক্সিকোতে ২ লাখ ৬২ হাজার ২২১ জন ও পঞ্চম স্থানে থাকা পেরুতে ১ লাখ ৯৮ হাজার ৩৬৪ জন এ ভাইরাসের বলি হয়েছেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ৮ হাজার ৫৬৫ জনকে প্রাণ হারাতে হয়েছে। এক্ষেত্রে রাশিয়াতে গড়ে প্রতিদিন ৫ হাজার ৫৭০ জন এবং মেক্সিকোতে ৫ হাজার ৭১ জন প্রাণ হারিয়েছেন।
খবরে বলা হয়, তা সত্ত্বেও বিশ্বব্যাপী করোনা সংক্রমণের হার কিছুটা হ্রাস পেতে দেখা যাচ্ছে। আগের সপ্তাহে বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রান্তের হার ৩ শতাংশ হ্রাস পেয়ে গড়ে প্রতি ৬ লাখ ৩৯ হাজার ৩১৫ জনকে সংক্রমিত হতে দেখা যায়।
এদিকে নিউজিল্যান্ডে বিগত ৬মাসের মধ্যে এই প্রথম করোনাভাইরাসে একজনের মৃত্যু ঘটেছে।
Leave a Reply