শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
॥মইনুল হক মৃধা॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজারে ‘গ্রামীণফোন সেন্টার’ এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২০শে নভেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করা হয়। এ সময় গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গ্রামীণ ফোনের কুষ্টিয়া অঞ্চলের সেলস হেড হাসান মাহমুদ খান, রিটেইল হেড সোয়েব আনসার, মার্কেটিং হেড মনিরুল হাসান, রাজবাড়ী ক্লাস্টার ম্যানেজার মেহেদী রহমান খান, রিটেইল চ্যানেল ম্যানেজার জিয়াউর রহমান, গোয়ালন্দ গ্রামীণফোন সেন্টারের সত্ত্বাধিকারী আফজাল হোসেন, গোয়ালন্দ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়া, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন ও গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রামীণ ফোনের কর্মকর্তারা জানান, গোয়ালন্দের গ্রামীণ ফোন সেন্টারে গ্রামীণ ফোনের গ্রাহকদের সীম সংক্রান্ত বিভিন্ন সেবাসহ অন্যান্য সেবা প্রদান করা হবে।
Leave a Reply