শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ গতকাল ২০শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষ্যে জেলা পরিষদ চত্ত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় জেলা পরিষদের সভা কক্ষে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের উপদেষ্টা রাজবাড়ী-২ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামন চৌধুরী টিটো, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মন্ডল, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডলসহ জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ এবং জেলা পরিষদের নবনির্বাচিত অন্যান্য সদস্যগণ অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, গত ১৭ই অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ এ কে এম শফিকুল মোরশেদ আরুজ নির্বাচিত হন। নির্বাচনে ১নং সাধারণ ওয়ার্ডে (রাজবাড়ী সদর উপজেলা) সদস্য পদে মোঃ আজম আলী মন্ডল, ২নং সাধারণ ওয়ার্ডে (গোয়ালন্দ উপজেলা) মোঃ ইউনুস মোল্লা পুনরায়, ৩ নং সাধারণ ওয়ার্ডে (পাংশা উপজেলা) গোবিন্দ কুমার কুন্ডু, ৪ নং সাধারণ ওয়ার্ডে (বালিয়াকান্দি উপজেলা) মোঃ আব্দুল বারিক বিশ্বাস, ৫নং সাধারণ ওয়ার্ডে (কালুখালী উপজেলা) মোঃ ইউসুফ হোসেন, সংরক্ষিত ১নং মহিলা ওয়ার্ডে (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা) পুনরায় মিসেস সাহানা বেগম নির্বাচিন হন এবং সংরক্ষিত ২নং মহিলা ওয়ার্ডের (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা) সদস্য পদে একক প্রার্থী হওয়ায় সফুরা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত ১৪ই নভেম্বর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে(বিআইসিসি) নবনির্বাচিত ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান -সাহসী সময়।
Leave a Reply