বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন
॥গোয়ালন্দ প্রতিনিধিা॥ জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িতদের দ্রুত বিচার আইনের আওতায় এনে ফাঁসির দাবীতে রাজবাড়ী জেলার গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে গণমাধ্যম কর্মীরা।
গতকাল ১৮ই জুন সকাল সাড়ে ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী গোয়ালন্দ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
গোয়ালন্দ প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলো’র গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হান।
এতে প্রেসক্লাবের সহ-সভাপতি ও মোহনা টিভির গোয়ালন্দ প্রতিনিধি আবুল হোসেন মোল্লা, সহ-সভাপতি ও দৈনিক সংবাদের গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজীব, সাবেক সভাপতি দৈনিক কালের কন্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল, সাবেক সভাপতি ও দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার প্রমুখ বক্তব্য দেন।
এ সময় গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) ও দৈনিক আলোকিত বাংলাদেশের গোয়ালন্দ প্রতিনিধি উদয় দাসসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অবিলম্বে এই হত্যাকান্ডের মূলহোতা বাবু চেয়ারম্যান ও তার ছেলেসহ অন্যান্যদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।
এছাড়া সেখানকার পুলিশ সুপার ও থানার ওসিকে তাদের দায়িত্বে অবহেলার জন্য প্রত্যাহার করতে হবে।
সাগর-রুনিসহ সারাদেশে চাঞ্চল্যকর বিভিন্ন সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণের দাবী জানান তারা।
Leave a Reply