সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
॥মইনুল হক মৃধা॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৮ই জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিন তারান্নুম হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ আঁখি, ডাঃ আসফিয়া হিমি, ডাঃ নাজনিন নাহার নিরা, ডাঃ উম্মে জহরা, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ রফিকুল ইসলাম, নার্সিং সুপারভাইজার মৃদুলা রানী বিশ্বাস, ফিমেল ওয়ার্ড ইনচার্জ মুক্তা সরকার ও রমা রানী ভক্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দিনব্যাপী ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৯৭টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২হাজার ৫৬ জন শিশুকে এক লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১৪ হাজার ২শ ৪ জন শিশুকে দুই লাখ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারসিন তারান্নুম হক বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ ছাড়াও শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়। শিশু মৃত্যুর হার হ্রাস করে। হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমে আসে।
Leave a Reply