মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ২৭শে আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সাহিত্য আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যায় মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসুর সভাপতিত্বে ও পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পৃষ্ঠপোষক ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, বিজ্ঞানমনস্ক কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এসএম কায়কোবাদ, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম ও পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফিরোজ হায়দার প্রমূখ বক্তব্য রাখেন।
জাতীয় কবির স্মরণে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি মোঃ এবাদত আলী সেখ ও কবি উত্তম মিত্র। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেন। বক্তারা জাতীয় কবির জীবন ও কর্মের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সেলিম মাহমুদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, পাংশা প্রপার দারুল ইসলাম দাখিল মাদরাসার সুপার মোঃ মাসুদুর রহমান, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ কায়ছার আলী, মোঃ আব্দুর রহমান মাস্টার, রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ রেজাউল করিম, ব্যবসায়ী মোঃ রেজাউল করিম মিয়া ও মোঃ ইন্তাজ আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মুহাম্মদ ফিরোজ হায়দার।
Leave a Reply