রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সরকারী কলেজের ক্যাম্পাসে নবনির্মিত ৫তলা বিশিষ্ট ১৩২ শয্যার ‘বঙ্গবন্ধু ছাত্রাবাস’-এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৭ই জুলাই সকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে ছাত্রাবাসটির উদ্বোধন করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আক্তার হোসেন, বঙ্গবন্ধু ছাত্রাবাসের তত্বাবধায়ক সহকারী অধ্যাপক নূরুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ছাত্রাবাসের সহকারী তত্বাবধায়ক প্রভাষক শেখ রাসেল। এ সময় আমন্ত্রিত অতিথিগণসহ কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে বাবা-মায়ের ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে কারিগরি শিক্ষাকে প্রাধাণ্য দিতে হবে। কারিগরি শিক্ষা গ্রহণ করে বেকারত্ব দূর করতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বকে আমরা জানতে পারছি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার হাতকে শক্তিশালী করতে হবে। সকল অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। আমি বিশ্বাস করি, ভালো লিডারশীপ থাকলে সেখানে ভালো মানুষ গড়ে ওঠে। রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ একজন ভালো মানুষ। তার নেতৃত্বে কলেজ থেকে ভালো মানুষ বের হবে।
এছাড়াও তিনি ছাত্রীদের আবাসন সমস্যা দূর করতে কলেজের ক্যাম্পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ছাত্রী নিবাস নির্মাণের এবং নবনির্বাচিত বঙ্গবন্ধু ছাত্রাবাসের শিক্ষার্থীদের বিনোদনের জন্য ১টি ৬০ ইঞ্চির এলইডি টিভি প্রদানের প্রতিশ্রুতি দেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করছেন। এই ছাত্রাবাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এখানকার বাসিন্দাদের। তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সকল শিক্ষার্থীকে সুন্দরভাবে সহাবস্থানের আহ্বান জানান।
উল্লেখ্য, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নান্দনিক ছাত্রাবাসটিতে ১৩২জন ছাত্রের আবাসনের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ৪টি সিট রয়েছে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।
Leave a Reply