বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল ২৭শে আগস্ট বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মুক্তমঞ্চে “সাহিত্যে বঙ্গবন্ধু” শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক বিভাগ।
জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোঃ সফিকুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টু, জেলা যুব লীগের সভাপতি মোঃ শওকত হাসান, জেলা ছাত্র লীগের সভাপতি শাহিন শেখ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
পরে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিভাগের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুকে নিয়ে আবৃত্তি, প্রবন্ধ পাঠ ও বিশেষ গানের অনুষ্ঠান।
এ সময় জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply