বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় সংসদের ৩৩৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সালমা চৌধুরী রুমা।
গতকাল ৪ঠা আগস্ট দুপুরে ঢাকায় নির্বাচন কমিশনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন তাকে নির্বাচিত ঘোষণা করেন।
তিনি বলেন, সালমা চৌধুরী এই উপ-নির্বাচনে একমাত্র বৈধ প্রার্থী ছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১লা আগস্ট তিনি প্রার্থীতা প্রত্যাহার না করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।
এর আগে গত ২৮শে জুলাই রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন সালমা চৌধুরী রুমাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
উল্লেখ্য, সালমা চৌধুরী রুমা রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর কন্যা। একাদশ জাতীয় সংসদের ৩৩৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ফরিদপুরের রুশেমা ইমাম মৃত্যুবরণ করলে শূন্য হওয়া আসনের উপ-নির্বাচনে সালমা চৌধুরী রুমাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়।
Leave a Reply